ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় যুব দিবস পালন

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১ নভেম্বর, ২০২১ ১৯:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৫ বার


পত্নীতলায় যুব দিবস পালন

 

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০টায় জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র‌্যালী প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ—২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন প্রাপ্ত যুব ও মহিলাগণ প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক বিতরন করেন অতিথিবৃন্দ।


   আরও সংবাদ