বিনোদন ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর, ২০২১ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩০ বার
মামলার এজাহারে বলা হয়েছে গোল্ডেন মনিরের অপকর্মের অন্যতম সহযোগী রিয়াজ উদ্দিন ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের চতুর্থ শ্রেণির পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের ঢাকায় এয়ারপোর্ট শাখায় কর্মরত থাকাকালে অভিযুক্ত মনির হোসেন ও ওরফে গোল্ডেন মনিরের সঙ্গে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং ব্যাংকের চাকরি ছেড়ে দেন।
অভিযুক্ত মনির হোসেন, তার সহোদর হায়দার আলী ও শফিকুলের পরস্পর যোগসাজশে সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানের অপরাধলব্ধ আয়ে অপর অভিযুক্তদের সঙ্গে গ্যার্ন্ড জমজম টাওয়ার, প্লট নং ২৩ ও ২৪, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা- ১ বিঘা প্লটের ওপর ১৪ তলা বিল্ডিংয়ের ১/৪ অংশ, আলসাফা টাওয়ার নামে উত্তর ১১ নম্বর সেক্টরের প্লট নং -৪, রোড নং ১০/এ ৯০.২৫ কাঠার যৌথ প্লটের ৩৬.১ কাঠা সম্পদ অর্জন করে।
এছাড়া তার নামে শেয়ার ও মেসার্স সিয়াম ফ্যাব্রিকস লিমিটেড মালিকানা আছে। তার বিরুদ্ধে স্বর্গ চোরাচালানের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।