নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর, ২০২১ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩২ বার
ডি এম মালেক (মান্দা প্রতিনিধি)
আজ ২ নভেম্বর( মঙ্গলবার) বেলা ১২ টার সময় মান্দা উপজেলা রিটার্নিং কর্মকর্তা এর কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মকলেছুর রহমান মকে, মনোজিৎ সরকার, মৈনম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মনোনয়ন পত্র দাখিলের সময় পরানপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা পরিলিক্ষত হয়েছে। তিনি অত্র ইউনিয়ন বাসীর নিকট দোয়া কামনা করেছেন।
মো: গোলাম মোস্তাফা ২০১১ খ্রিস্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত পরানপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে এলাকায় যথেষ্ট সুনম অর্জন করেছেন।
তিনি পরানপুর ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গঠনের লক্ষ্যে ইতিমধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, মাদক নির্মূলসহ সব ধরনের সামাজিক সমস্যা দুর করার জন্য দিন রাত পরিশ্রম করছেন।
উল্লেখ্য যে, আগামী ২৮ নভেম্বর মান্দায় তৃতীয় ধাপে ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।