উপজাতিদের আর্থ -সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বকনা ও গো খাদ্য বিতরণ
হারুনুর রশিদ স্পেশাল প্রতিনিধি বাংলাদেশ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নামে এক প্রকল্প হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে ০৪/১১/২১ ইং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে বকনা বাছুর ও গো খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলার প্রাণিসম্পদ এর আওতায় প্রান্তিক ৬৩ জন সুবিধাভোগী ক্ষুদ্র- নৃ- গোষ্ঠী কে দ্বিতীয় ধাপে একটি করে বকনা বাছুর এক প্যাক গো খাদ্য ও গৃহ নির্মাণের জন্য টিন খুঁটি বেড়া ইত্যাদি বিতরণ করা হয়, প্রথম ধাপে আরো ১০০ জন নৃ- গোষ্ঠী কে বকনা প্রদান করা হয়েছিল।
অনগ্রসর সুবিধাভোগী উপজাতিদের
আর্থসামাজিক উন্নয়ন আমিষের চাহিদা পূরণ এবং সামনে এগিয়ে নেয়ার জন্য সরকারের মহতি প্রোগ্রামের জন্য বক্তারা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বরমান হোসেন উপজেলা নির্বাহি অফিসার পাঁচবিবি জয়পুরহাট,
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম ফেরদৌস আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: উত্তম কুমার দাস পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রাজশাহী বিভাগ রাজশাহী, জনাব ডক্টর অসীম কুমার দাস প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট প্রকল্প প্রাণিসম্পদ দপ্তর ঢাকা, জনাব মনিরুল শহীদ মুন্না উপজেলা চেয়ারম্যান পাঁচবিবি জয়পুরহাট, জনাব মোঃ হাবিবুর রহমান হাবিব মেয়র পাঁচবিবি পৌরসভা পাঁচবিবি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, জাহিদুল ইসলাম বেনু, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা: মাহফুজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা: নিয়ায কাযমীর রাহমান, অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: মোঃ হাসান আলী (পদোন্নতি প্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার বা সমমান ) ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ অফিস পাঁচবিবি জয়পুরহাট।