রাসেল মাহমুদের হাত ধরে এগিয়ে যাচ্ছে "মানব সেবা"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
৭ নভেম্বর, ২০২১ ১৮:৪২ অপরাহ্ন
| দেখা হয়েছে ৫৪২ বার
প্রতিনিধি
ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় রাসেল মাহমুদের হাত ধরে "মানব সেবা" নামের একটি সামাজিক সংগঠন, সমাজের অসহায় কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের হৃদয়ে একটি মানবিক সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর শিববাটি গ্রামে আনোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার উত্তর চকযদু ৫ নম্বর ওয়ার্ডে থাকেন। বর্তমানে তিনি ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ফাজিল শাখায় অফিস সহকারী পদে কর্মরত।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ বলেন, "আমার ইচ্ছে ছিল নিজ এলাকাই একটি কর্মের মাধ্যমে সাধারণ মানুষকে নিয়ে সামাজিক উন্নয়নসহ সর্বক্ষেত্রে কিছু একটা করা। সেই লক্ষ্যনিয়ে ২০১৮ সালের ১৮ জুন "মানব সেবা" নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলি। তারপর থেকে আমার সংগঠনটি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে"।
মানব সেবা সংগঠনটির সামাজিক কর্মকাণ্ড গুলোর মধ্যে উল্লেখযোগ্য মানবিক সেবাগুলো হলো- প্রতি ঈদে এতিম বাচ্চাদের মাঝে নতুন কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন কারণে ঝরে পড়া শিক্ষার্থীদের নিজ খরচে স্কুলে পাঠানো, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, ভিক্ষুক পুনর্বাসন, গৃহহীনদের মাঝে ঘর নির্মাণ, মানবসেবা আলমারির মাধ্যমে ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ যা আজও চলমান রয়েছে।
এছাড়াও নিরক্ষর ও বয়স্ক মানুষদের অক্ষরজ্ঞান কর্মসূচি গ্রহণ, অসহায় ভিক্ষুকদের মাঝে কর্মসংস্থান তৈরি করে দেওয়া, রাস্তার আশেপাশে গাছের ডালে ঘর বানিয়ে পাখিদের অভয়আশ্রম তৈরি করে দেওয়া, করোনাকালীন সময়ে পল্লী সবজি ভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি সবজি বিতরণ , ঝরেপড়া শিক্ষার্থীদের মাঝে ছাগল বিতরণ, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ড্রেন ও সড়ক সংস্কারসহ রক্তদান কর্মসূচি গ্রহণ এবং যা আজও চলমান রয়েছে।
ভিক্ষুক পুনর্বাসন এর আওতায় মানবসেবার পক্ষ থেকে উপজেলা সাহাপুর এলাকার মো. আইয়ুব ইসলামকে (৬৫) একটি পানের দোকান করে দেওয়া হয়।
পানের দোকান পেয়ে মো. আইয়ুব ইসলাম বলেন, বয়স হয়ে গেছে কাজ করতে পারিনা। এ বয়সে এসে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তাই মানুষের বাসাবাড়ি থেকে দু-চার টাকা চেয়ে নিয়ে সংসার চালাই।
তিনি এও বলেন, মানবসেবার সভাপতি আমাকে ডেকে নিয়ে একটি পানের দোকান ঘর করে দেন আর বলেন, আর কাজ করতে হবে না, পান বিক্রি করে সংসার চালাতে পারবেন। পানের দোকান পেয়ে আমি এখন ভালভাবে সংসার চালাতে পারছি।
সংগঠনটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোসহ সামাজিক বিভিন্ন কাজে "মানব সেবা" গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে"।
উল্লেখ্য, ২০১৯ সালের জুন মসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে "মানব সেবা" সামাজিক সংগঠনটি রাসেল মাহমুদের হাত ধরে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে জাতীয় পুরস্কার অর্জন করে।
আরও সংবাদ