নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২১ ১৮:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪২ বার
আকমাল হোসেন, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ৪৬তম আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরাই উৎসব উপলক্ষে পতœীতলায় শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ভাষা ও সংস্কৃতি একটি জাতির পরিচয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার আমাইড় ইউপির বামনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বামনকুড়ি সহরাই উদযাপন কমিটির আহŸায়ক সক্ষন পাহানের সভাপতিত্বে এবং যুগ্ম আহŸায়ক তিতাস মার্ডি (মাহালী)র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমাইড় ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন পাহান, রাইগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুল রহমান, আমাইড় ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, হাঙ্গার প্রজেক্টের রেজাউল করিম, ব্রতীর বাবর আলী, জাতীয় আদিবাসী যুব পরিষদ পতœীতলার আহŸায়ক পরেশ টুডু, দিলিপ পাহান, ভরত পাহান, স্বদেশ সহ অন্যান্য আদবিাসী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সূধীজন প্রমূখ।
সভায় এসময় বক্তারা সমতল আদিবাসীদের জন্য পৃথক এবং স্বাধীন ভূমি কমিশন গঠন করতে আহŸান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকারী সাংস্কৃতিক দল গুলোকে সহরাই উদযাপন কমিটির পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়।