ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পতœীতলায় কৃষি প্রনোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২১ ২২:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬৮৯ বার


পতœীতলায় কৃষি প্রনোদনা বিতরণ

 

আকমাল হোসেন, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে ২০২১-২২ অর্থবছরে রবি মৌশুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের কার্যালয়ে এলাকার ৩হাজার ৯শ জন কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, মসুর, খেসারী, চিনাবাদাম, মুগ এবং পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, এলজিইডি প্রকৌশলী সৈকত দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, কৃষকবৃন্দ, সূধীজন প্রমূখ।

কর্মসূচীর আওতায় এসময় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার প্রতি ১বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সূর্যমুখী চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, খেসারী চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, চিনাবাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, মুগ চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেয়া হয় বলে সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে।


   আরও সংবাদ