ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উজবেকিস্তান আইটি পার্কের প্রতিনিধিদলের সাথে বাক্কোর দ্বিপাক্ষিক বৈঠক“

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২১ ১৬:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৪২ বার


উজবেকিস্তান আইটি পার্কের প্রতিনিধিদলের সাথে বাক্কোর দ্বিপাক্ষিক বৈঠক“

 

গত ৯ নভেম্বর ২০২১ উজবেকিস্তান আইটি পার্কের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাক্কো সচিবালয় পরিদর্শন করে। এসময় বাক্কো কার্যনির্বাহী পর্ষদ দলটিকে অভ্যর্থনা জানায় এবং একটি দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের বিপিও শিল্পের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন জনাব তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাক্কো। এই বৈঠকে দুই দেশের বিপিও শিল্পের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় । উজবেকিস্তান আইটি পার্ক এর প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব ফারখোদ ইব্রাগিমভ বলেন "বাংলাদেশ স্বল্প সময়ে বিপিও শিল্পে অনেকদূর এগিয়ে গেছে এবং আন্তর্জাতিক বাজারে একটি দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। যেখানে উজবেকিস্তান বিপিও শুরু করেছে ২০১৮ সাল থেকে, অবশ্যই বাংলাদেশের অভিজ্ঞতা এবং এখানকার বিপিও শিল্পের নেতৃবৃন্দের পরামর্শ উজবেকিস্তানের বিপিও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি”। প্রতিনিধি দলে আরও ছিলেন জাসুরবেক রুজমাত, টেকনিকাল ডিরেক্টর অফ রেভোচেইন টেকনোলজি; আয়ুপোভ বখড়ির, চিফ ওভারসিস অফিসার,উজবেকিস্তান আইটি পার্ক এবং সামুহিদ্দিনভ জুখরিদ্দিন, ম্যানেজার ফর দি প্রমোশন অফ রেসিডেন্টস প্রোডাক্টস ইন গভর্নমেন্ট এজেন্সিস । তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাক্কো সভাপতি জনাব ওয়াহিদ শরীফ।

বৈঠক শেষে প্রতিনিধিদলটি বাক্কোর সদস্য প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড, সার্ভিস ইঞ্জিন বিপিও লিমিটেড এবং দ্যা কাউ কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন । এসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন লিভারেজিং আইসিটি প্রকল্পের পলিসি এডভাইজর জনাব সামি আহমেদ এবং ইন্ডাস্ট্রি প্রমোশন এক্সপার্ট,জনাব সাবরিনা তানজিন ।


   আরও সংবাদ