স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২১ ১৬:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২১ বার
“স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” স্লোগানটি বুকে-পিঠে ধারণ করে তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছিলেন অকুতোভয় এক মানুষ যার নাম নূর হোসেন। সেই থেকে তিনি যেন গণতন্ত্রের আরেক নাম, গণতন্ত্রের কিংবদন্তী বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।
বুধবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের বাস্তবতায় বেঁচে থাকলে হয়তো নূর হোসেন আরও হাজারো অসচ্ছল পরিবারের তরুণের মতো ধুঁকে ধুঁকে মরতেন। মরে গিয়ে তিনি অমর হলেন।
তিনি আরো বলেন, শহীদ নূর হোসেন যেদিন স্বৈরাচারের গুলিতে রাজপথে রঞ্জিত কলো সেদিন রাজপথে আমাদেরও অবস্থা ছিল। নূর হোসেন নিজের জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল। স্বৈরাচারের কি নিপাত হয়েছে ? গণতন্ত্র কি মুক্তি পেয়েছে ?