ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২১ ১৯:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭২ বার


সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে

সরকার সিন্ডিকেটের মাধ্যমে ডিজেল-কেরোসিনের অযৌক্তিক দাম ও পরিবহণ ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোল চালাচ্ছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের আয়োজনে ‘ডিজেল-কেরোসিনের অযৌক্তিক দাম বৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবি’তে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ঘরে বসে থেকেও এদেশের মানুষ টের পাচ্ছেন, বাসে উঠে টের পাচ্ছেন, বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবন-যাপনের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।

আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প নিয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে আর সেই টাকা যোগান দেওয়ার জন্য মানুষের পকেট কাটছে। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পেলাম ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে।


যোগ করে সাকি বলেন, লুটের টাকা যোগান দেওয়াই এ সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, করোনার সময় মানুষের কাজ নাই, নতুন নতুন বিনিয়োগ নাই, সরকারের এ বিষয়ে সামান্য চিন্তা নাই; ‘মরার ওপর খড়ার ঘা’ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোল চালাচ্ছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, আসুন ছোট বড় সকল দল শ্রেণি-পেশার মানুষ মিলে রাজপথে এক লড়াই সংগ্রামের এক কাফেলা গড়ে তুলি। এ ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি।

সমাবেশে ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মনির উদ্দীন পাপ্পুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলকারনাইন ইমন, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, সৈকত মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, জাতীয় পরিষদের সদস্য রণজিৎ মজুমদার, উৎসব মোসাদ্দেক, মিরপুর কমিটির আহবায়ক মাহবুব রতন।


   আরও সংবাদ