ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কালিহাতীর ১০ ইউপিতে ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২১ ১৬:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭১ বার


কালিহাতীর ১০ ইউপিতে ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কামরুল হাসান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তৃতীয় ধাপে ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫৭জন প্রার্থীর মধ্যে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ২০ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কালিহাতী উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে ৩৯ জন চেয়ারম্যান প্রার্থীর দাখিলকৃত বৈধ মনোনয়নের মধ্যে ৮ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। এর মধ্যে বল্লা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন, পাইকড়া ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন ও সেকান্দর আলী, সহদেবপুর ইউনিয়নে মোঃ আবু ছালাম ও মোঃ ইসমাইল হোসেন, নারান্দিয়া ইউনিয়নে ইকবাল হোসেন রিন্টু ও জামাল হোসেন এবং দশকিয়া ইউনিয়নে রাসেল ভূঁইয়া।
এছাড়াও সংরক্ষিত সদস্য পদে ১০৩ জনের মধ্যে ২ জন এবং ৩১৫ জন সাধারণ সদস্য পদে প্রার্থীর মধ্যে ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪২৭ জনে। এরমধ্যে চেয়ারম্যান পদে পাইকড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
 


   আরও সংবাদ