নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৪ বার
সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: সারা দেশে মেট্রিক পদ্ধতি ও ডিজিটাল স্কেল মিটারে মাপ জোক চালু থাকলেও নওগাঁর সাপাহার মাছ বাজারে মাছের আড়ৎগুলিতে চালু রয়েছে সেই মান্দাত্তার আমলের দাঁড়ি পাল্লা। ফলে আড়ৎগুলিতে মাছ বিক্রি করতে আসা মাছ চাষীগন প্রতারিত হচ্ছে হর হামেশা।
আড়ৎদারের প্রতি পাল্লায় কম পক্ষে ২থেকে ৩কেজি মাছ ওজনে বেশী দিতে হচ্ছে মাছ চাষীদের। অথচ খুচরা পাইকাড়গন আড়ৎদারদের নিকট থেকে মাছ কিনে বাজারে নিজ নিজ দোকানে বসে ডিজিটাল স্কেল মিটারে অতি সুক্ষভাবে সে মাছ বিক্রি করছে ক্রেতাদের নিকট। আড়তে দাঁড়ি পাল্লায় ওজনে মাছ বিক্র করে এক দিকে ঠকছে সাধারন মাছ চাষী, অপর দিকে স্কেল মিটারে মাছ ক্রয় করে অতি সুক্ষ ওজন পাচ্ছেন সাধারণ ক্রেতাগন কিন্ত আড়ৎদারদের নিকট থেকে বেশী ওজনে মাছ কিনে লাভবান হচ্ছেন মধ্য সত্যভোগী খুচরা পাইকাড়গন। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আড়ৎমালিক জানান আমিও চাই প্রতিটি আড়তে ডিজিটাল স্কেলে ওজন শুরু হোক কিন্তু অনেকেই সাধারন মাছ চাষীদের নিকট থেকে ওজনে বেশী মাছ নিয়ে খুচরা পাইকাড়দের খুশি করছেন। যে যত পরিমান মাছ বেশী দিতে পারবে সে আড়তে তত বেশী খুচরা পাইকাড়রা মাছ ক্রয় করবেন তাই হয়তো এত দিনেও এখানে দাঁড়ি পাল্লা পদ্ধতিটি রয়েই গেছে।
এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সাথে কথা হলে বিষয়টি তিনি জানতেননা, তবে যত তাড়া তাড়ী পারা যায় বিষয়টি দেখে প্রতিটি মাছের আড়তে ডিজিটাল স্কেলে মাছ ক্রয় বিক্রয়ের ব্যবস্থা চালু করবেন বলে তিনি জানিয়েছেন।
সাপাহার উপজেলার শত শত মাছ চাষী এই দাঁড়ী পাল্লায় মাছের ওজনের বদলে ডিজিটাল স্কেলে মাছ বিক্রির ব্যবস্থা চালুর জন্য উর্ধন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ০১৭১৬৭২৬৭