ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভোটের প্রচারণায় হামলা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৬ বার


ভোটের প্রচারণায় হামলা

নওগাঁ ( মান্দা) প্রতিনিধি ডি, এম মালেক: নওগাঁ'র মান্দায় শুক্রবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জনাব সফিকুল হক বাবুল চৌধুরীর মধ্যে সংঘর্ষ ঘটে।

শুক্রবার সন্ধ্যায় বাবুল চৌধুরীর সমর্থকরা আনারস এর পক্ষে সতীহাট বাসস্ট্যান্ডে ভোট চেয়ে প্রচারণা চালাতে থাকে। হঠাৎ হানিফ চেয়ারম্যানের লোকজন শ্রীরামপুর গ্রামের হাফেজ শান্ত মৌলভী (৩৫) কে আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ফলে বাবুল চৌধুরীর আরও দুই জন রানা (৩৬) , শ্রীরামপুর ও বাবু চৌধুরী (৩৬), শ্রীরামপুর মারাত্মকভাবে আহত হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সফিকুল হক বাবুল চৌধুরী বলেন,  " সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের নিকট তিনি  নিরপেক্ষ ভুমিকা আশা করেন।"

বাবুল চৌধুরীর সমর্থকরা মান্দা উপজেলা প্রশাসনের নিকট সুষ্ঠু নির্বাচন ও প্রচারণার পরিবেশ দাবি করে রাজশাহী- নওগাঁ মহাসড়কের সতীহাটে অবরোধ করে। ফলে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয় । পরে মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে।

চেয়ারম্যান হানিফ উদ্দিন মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আলম,  জাহাঙ্গীর,  হেলাল,  গ্রাম পুুুলিশ   আমিনুলসহ  পাঁচজন নৌকার কর্মী  আহত হয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, "নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য সংঘর্ষ হয়। মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এখন পরিস্থিতি শান্ত।"
 


   আরও সংবাদ