নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২১ ১৭:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮১ বার
আকমাল হোসেন, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলায় প্রথম দিনের এস.এস.সি ও সমমানের পরীক্ষা রবিবার সুষ্ঠুভাবে সম্পূন্ন হয়েছে।
এস.এস.সি পরীক্ষার প্রথম দিনে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় উপজেলার তিনটি কেন্দ্রে ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও ১ হাজার ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে এবং মাদ্রাসা-দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন বিষয়ে পরীক্ষায় উপজেলার ২টি কেন্দ্রে ৩৯জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও ৮৫৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দেড়র পরীক্ষা
সুষ্ঠুভাবে সম্পূন্ন হয়েছে বলে কেন্দ্র সচিবরা নিশ্চত করেছেন। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী সহ অবিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।