ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সমাজসেবায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান লিয়াকত তালুকদার

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২১ ২০:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮৮ বার


সমাজসেবায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান লিয়াকত তালুকদার

 

কামরুল হাসান 

কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি 

সমাজ সেবা, রাজস্ব আদায়, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন মানদন্ডে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী তালুকদার। রবিবার (১৪ নভেম্বর) বিকেলে এক অনানুষ্ঠানিক সভায় সাংবাদিকদের এ স্বীকৃতির কথা জানানো হয়। সভায় লিয়াকত আলী তালুকদার তার এ প্রাপ্তিকে ইউনিয়নবাসীর প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র মতে, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ নামে একটি বেসরকারি সংগঠন তাঁকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করেছেন। জেলার সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তাকে বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ থেকে মাদার তেরেসা শান্তি পদক-২০২১ এর সন্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। গত ৩১ অক্টোবর হোটেল রেডিসন বøু ঢাকা টাওয়ার গার্ডেন মল্লিকা মিলনায়তনে তাকে সন্মাননা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ সভাপতি অশিম দেননাথ এ তথ্য নিশ্চিত করেন। পারখী ইউনিয়নবাসী নিজেদের চেয়ারম্যানের এই সাফল্যে গর্বিত। সকলের দোয়া চেয়েছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার।

ইউনিয়নবাসী জানান,কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের সফল চেয়ারম্যান আলোকিত মুখ লিয়াকত তালুকদার। চেয়ারম্যানের দ্বায়িত্ব নেওয়ার পর হতে ইউনিয়নের উল্লেখযোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছেন। রাস্তা ঘাটের উন্নয়ন, ভিজিডি কার্ড বিতরণ, বয়স্ক ভাতা প্রদান,বিভিন্ন প্রকল্পের ব্যস্তবায়ন, এলজিএসপির অর্থায়নে উন্নয়নমুখী প্রকল্পসমূহ দায়িত্বশীলভাবে ব্যস্তবায়ন করে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছে। এলাকায় আলোকিত মুখ হিসাবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারনে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন। এলাকার মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজ, এতিমখানা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক সমাজসেবী লিয়াকত তালুকদার। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ন¤œ, ভদ্র, সদাহাস্যজ্জ্বল সাদা মনের মানুষ।

একান্ত আলাপচারিতায় ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার বলেন, এই এলাকা কৃষি প্রধান হওয়ায় কৃষি আর কৃষকের উন্নয়নে দ্বায়িত্ব নেওয়ার পর নিরলস ভাবে কাজ করতে হচ্ছে। এ অঞ্চলের মানুষজনকে রক্ষা করতে সরকারি ভাবে বিষয়টির আলোকে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী। একমাত্র স্থানীয় সরকারের উন্নয়নই পারে যে কোন সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে। সরকার স্থানীয় সরকারের দিকে যত বেশি নজর দিবে মফস্বল এলাকার প্রান্তিক জনগণ তত বেশি উপকৃত হবে।


   আরও সংবাদ