ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপিদের তোপের মুখে বক্তব্য প্রত্যাহার, ওয়াকআউট হারুনের

বিনোদন ডেস্ক


প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২১ ২৩:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৮ বার


এমপিদের তোপের মুখে বক্তব্য প্রত্যাহার, ওয়াকআউট হারুনের

একাদশ জাতীয় সংসদে অনেকে ‘অনির্বাচিত’ একথা বলায় সরকারি দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। পরে স্পিকারের হস্তক্ষেপে তিনি বক্তব্য প্রত্যাহার করলেও এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন হারুন।

রোববার (১৪ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুন পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে ফ্লোর নেন।

বক্তব্যে তিনি বলেন, যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। এরপর ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে’ বলে মন্তব্য করেন।

তাৎক্ষণিকভাবে সরকারি দলের সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে প্রতিবাদ জানান। তখন এমপি হারুনকে তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান স্পিকার।

হারুন বলেন, আমি উত্থাপন করি আগে। আপনার ব্যাখ্যা যদি আমাকে সন্তুষ্ট করতে পারে, আমি অবশ্যই প্রত্যাহার করব।

সরকারদলীয় এমপিরা প্রত্যাহারের দাবিতে এসময় সরব হয়ে ওঠেন। পরে স্পিকার জানতে চান, আপনি কি প্রত্যাহার করেছেন? পরে স্পিকারকে উদ্দেশ্য করে হারুন বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি প্রত্যাহার করলাম। তবে আমি সংসদ থেকে ওয়াকআউট করছি।

এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানাসহ অন্যরা সংসদে ছিলেন।


   আরও সংবাদ