ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২১ ১৬:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭৩ বার


পত্নীতলায় আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত

 

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন ইয়ুথ ফোরাম, সুজন ও আন্তঃধর্মীয় ইউনিয়ন ফোরাম এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এর সহযেগীতায় শান্তি ও স¤প্রীতি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহনশীলতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার পত্নীতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজনুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ—সভাপতি আবুল কাশেম লালশা, সুজন পত্নীতলা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, হরি চর বর্মন, আব্দুল হান্নান, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিশ কুমার, দিলিপ চৌহান, ইউ.সি হাঙ্গার প্রতিনিধি হামিদুল ইসলাম, শিক্ষার্থীবৃন্দ সহ সুধীজন প্রমুখ।

উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো আন্তর্জাতিকভাবে সহনশীলতা দিবস পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় অদ্য পত্নীতলা ইউনিয়নে সহনশীলতা দিবস পালিত হয়। যার মধ্যদিয়ে রাজনৈতিক, জাতিগত এবং ধর্মীয় সহনশীলতার আহবানে সমাজের সর্বস্তরের মানুষের দৃষ্টি কামনা করা হয়।


   আরও সংবাদ