মান্দায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২১ ১৮:২২ অপরাহ্ন
| দেখা হয়েছে ৫৪০ বার
মান্দা প্রতিনিধি ( ডি এম মালেক ) নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ ১৯ নভেম্বর ( শুক্রবার) মান্দা উপজেলার সদরে মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে ৭ জন রিটার্নিং কর্মকর্তা, ১৪০ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৭৭৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।
জেলা নির্বাচন অফিসার, মাহমুদ হাসান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তম কুমার রায়, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নওগাঁ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, নওগাঁ, আবু বাক্কার ছিদ্দিক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ রুহল আমীন, নির্বাচন কর্মকর্তা নওগাঁ সদর, মোঃ আব্দুল রশিদ, মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা, মোঃ শাহিনুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মান্দা থানা সহ প্রমুখ ।
আরও সংবাদ