ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিরপুর রোডে কিছু সময় বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২১ ১৫:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬৬১ বার


 মিরপুর রোডে কিছু সময় বাস চলাচল বন্ধ

ল্যাবএইডের সামনের সড়কে রাস্তার পাশের পান বিক্রেতা জসিম মিয়া বলেন, ‘কিছু জানি না মামা। হঠাৎ দেখলাম কিছু পোলাপান গাড়ি ভাঙচুর করছে।’

মিরপুর মেট্রো সার্ভিসের চালক রহমত মিয়া বলেন, ‘গাড়ি নিয়ে ল্যাবএইডের সামনে যেতেই দেখি গাড়ি ভাঙতে ভাঙতে আসছে ছাত্ররা। পরে আমি গাড়ি রেখে পালিয়ে গেছিলাম। তার চলে যাওয়ার পর এসে দেখলাম গাড়ি ভাঙা।’

বিকাশ পরিবহনের সহকারী বলেন, ‘কিছুই বুঝলাম না। স্টুডেন্টরা আসলো, হুটহাট কিছু গাড়ি ভাঙচুর করলো। তারা কেন ভাঙচুর করছে, তাও জানি না।’

 

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছিল। একপর্যায়ে দুষ্টু ছেলে গাড়ি ভাঙচুর শুরু করে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।


   আরও সংবাদ