ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আদালতের আদেশে দাদির জিম্মায় ৩ বোন

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২১ ২২:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯১ বার


আদালতের আদেশে দাদির জিম্মায় ৩ বোন

রাজধানীর আদাবরে খালার বাসা থেকে বৃহস্পতিবার সকালে বেরিয়ে যাওয়া ৩ বোনকে তাদের দাদির জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

শনিবার(২০ নভেম্বর) সেই তিন বোনকে সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে আদালতে হাজির করে আদাবর থানার পুলিশ।

তেজগাঁও ডিভিশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মোহাম্মদপুর) মৃত্যুঞ্জয় দে সজল জানান, আজ শনিবার ঢাকার একটি আদালতে ৩ বোনকে হাজির করার পর ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।  আদেশ অনুসারে তাদের ইতোমধ্যে দাদির জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে অবস্থান শনাক্ত করে প্রযুক্তির সহায়তায় তাদের যশোর থেকে উদ্ধার করে র‌্যাব। পরে তাদের জিম্মায় নেয়ার আবেদন করেন দাদা-দাদি। এই আবেদন আমলে নিয়ে ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তিন বোনকে দাদির জিম্মায় নেয়ার আদেশ দেন।

গত বৃহস্পতিবার আদাবর এলাকার একটি বাসা থেকে এসএসসির দুই পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হন। সকালে আদাবরের শেখেরটেকে খালার বাসা থেকে তারা বের হয়েছিলেন। সেদিনই তাদের সন্ধান চেয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন খালা। তিনি দাবি করেন, নিখোঁজ তিন বোনই টিকটকে আসক্ত।

পরে সাধারণ ডায়েরি আমলে নিয়ে প্রযুক্তির সহযোগিতায় ওই তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র‌্যাব। তারা অসুস্থ বাবাকে দেখতেই খালাকে না জানিয়ে যশোরে গিয়েছিলেন বলে জানা যায়।

এদিকে শুক্রবার সন্ধ্যায় র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত বার্তা২৪কে বলেন, ‘ তিন বোনের নিখোঁজের তথ্য পাওয়ার পর থেকেই আমাদের অভিযান চালু ছিল। আমরা জানতে পারি, বাবাকে দেখার জন্যই তারা খালার বাসা থেকে না বলে বের হয়ে যশোরে তাদের বাবার বাড়িতে গিয়েছেন। আমরা তাদের সাথে ভিডিও কলে কথাও বলেছি সেদিন। 


   আরও সংবাদ