ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বর হচ্ছে না ভোট

বিনোদন ডেস্ক


প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২১ ২১:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৪৭ বার


চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বর হচ্ছে না ভোট

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও এদিন এইচএসসি পরীক্ষা থাকায় আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার তিনি জানান, এইচএসসি পরীক্ষার থাকায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। নির্বাচনের ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে যথাক্রমে পরীক্ষা ভূগোল দ্বিতীয়পত্র ও আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।
এর আগে, চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।


   আরও সংবাদ