নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২১ ২০:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৯ বার
আকমাল হোসেন, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর পতœীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাবেক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহম্মেদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ শাহেদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর প্রভাস কুমার কবিরাজ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।