বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২১ ১৭:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৬ বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পুলিশের গাড়িতে করে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় দেখা যায় অনেকের মুখে হাসি! তারা অভিভাবকদের সান্তনা দিচ্ছেন কিচ্ছু হবে না বলে।
রোববার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। রায় ঘোষণা না হওয়ায় আসামিদের কারাগারে নেওয়ার পথে এমন দৃশ্য দেখা যায়।
এদিকে আসামিদের অভিভাবকদের দেখা যায় কান্নায় ভেঙে পড়তে। তারা বলছেন সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ছেলেদের ওপর দোষারোপ করা হচ্ছে। তারা সন্তানদের দ্রুত মুক্তি দাবি করেন।
আবরার হত্যা মামলার আসামি অমিত সাহার মা দেবি সাহা বলেন, আমার ছেলে সেদিন হলেই ছিলো না। এ ঘটনার দু'দিন আগেই বাড়িতে চলে আসে অমিত। অথচ আমার ছেলেকে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে। আজ ২৬ মাস আমার ছেলে কারাগারে আটক ষড়যন্ত্রের কারণে।
তিনি বলেন, আমার ছেলের একটাই অপরাধ সে ছাত্রলীগ করতো। রাজনীতি করার জন্যই তাকে ফাঁসানো হয়েছে। আমার ছেলেকে নাকি পরিকল্পনা করার কারণে হত্যা করা হয়েছে, অথচ ম্যাসেঞ্জারে তার কোনও প্রমাণ নাই বলে তিনি কেঁদে কেঁদে বলেন।
এদিকে আজ, রায় না হওয়ায় হতাশা প্রকাশ করেন আবরারের বাবা। তিনি বলেন, আজ রায়টা হয়ে গেলে ভালো হতো। রায় আজ হবে এমন আশা নিয়ে আসছিলাম। আমাকে বারবার কুষ্টিয়া থেকে আসতে হচ্ছে, যা খুব কষ্টকর। অতিশিগগির আমার ছেলে হত্যার রায় হবে এটাই আমার চাওয়া।
তিনি বলেন, আমি সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম যেন আর কোন সন্তানের সাথে না হয়।