মান্দায় স্বতন্ত্র ও বিদ্রোহীদের জয়গান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ন
| দেখা হয়েছে ৫৫২ বার
ডি, এম মালেক, মান্দা প্রতিনিধি
সারা দেশের মতো রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নওগাঁ জেলার বৃহত্তম মান্দা উপজেলার ১৪টি পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মান্দায় ৩ টিতে নৌকা ৪ টিতে বিদ্রোহী ও ৭ টিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়েছেন। ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।রোববার দিবাগত রাত একটা পর্যন্ত ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এর আগে সকালে হালকা শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে বেলা ৪ টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। মান্দা উপজেলার মান্দা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ইউপি নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ীরা হলেন মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউপি'তে ১০ হাজর ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলতাজ হোসেন পেয়েছেন ৮ হাজার ৯শত ৫৮। ২ নং ভালাইন ইউপির স্বতন্ত্র নৌকার বিদ্রোহী প্রার্থী গোলাম মোফস্তা মন্ডল (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৮শত ২৪ , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম হোসেন মন্ডল বাবু (নৌকা) ৪ হাজার ৩শত ৪৪। ৩ নং পরানপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মাহফুজুর রহমান উজ্জল ৬ হাজার ৯৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (জামায়াত সর্মথিত) বর্তমান চেয়ারম্যান ইলিয়াস খান( চশমা) ৫ হাজার ৩শত ৪৫। ৪ নং মান্দা সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) ডা.তোফাজ্জল হোসেন (চশমা) ৫ হাজার ৮শত ৭৫,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান (নৌকা) ৫ হাজার ৮শত ৪২। ৫ নং গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত) শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (আনারস) ১০ হাজার ১শত ৭০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান (নৌকা) ৫ হাজার ৫শত ৯২। ৬ নং মৈনম ইউপির স্বতন্ত্র (নৌকার বিদ্রোহী) প্রার্থী আনিছুর রহমান (মোটরসাইকেল) ৭ হাজার ৫শত ৪৩, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা (আনারস)৩ হাজার ৮শত ৭৬। ৭নং প্রসাদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত) অধ্যক্ষ আবদুল মতিন মন্ডল(ঘোড়া) ৫ হাজার ৪ শত ৩৯,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (জামায়াত সর্মথিত) মোয়াজ্জেম হোসেন (চশমা) ৪ হাজার ৯শত ৬৩। ৮ নং কুসুম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী (বিএনপি সর্মথিত) নওফেল আলী মন্ডল (মোটরসাইকেল)১২ হাজার ৬ শত ১৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা) ফরহাদ হোসেন ১০ হাজার ১৫। ৯ নং তেঁতুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) এস এম মকলেছুর রহমান কামরুল( চশমা) ৪ হাজার ৩ শত ৭৭,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আখেরুজ্জামান সেলিম (আনারস) ৩ হাজার ৭শত১৫। ১০ নং নুরুল্লাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী (জামায়াত সর্মথিত) ইয়াছিন আলী প্রামানিক (চশমা) ৪ হাজার ৮শত৪০,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাধীন কৃষ্ণ রায় (নৌকা) ৩ হাজার ৭শত ৬৯। ১১নং কালিকাপুর ইউপির আওয়ামী বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল) ৪হাজার ১শত ৯০; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আলীম মন্ডল (নৌকা) ৪ হাজার ৯৭। ১২ নং কাঁশোপাড়া ইউপির (আওয়ামী বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবদুস ছালাম (আনারস) ৬ হাজার ১ শত ৪০; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান মোল্যা(চশমা) ৫ হাজার ২ শত ৯৯। ১৩ নং কশব ইউপির নৌকা প্রতীকের প্রার্থী ফজলুর রহমান ৫ হাজার ২ শত ৬০; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মাসুদ (মোটরসাইকেল) ৩ হাজার ৩শত ৯০ এবং ১৪ নং বিষ্ণপুর ইউপির (আওয়ামী বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী বর্তমান ওর্য়াড সদস্য গোলাম আজম (আনারস) ৫হাজার ৭শত৪০ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রামানিক (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪শত ৯৯ ভোট।
আরও সংবাদ