ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২১ ১৪:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৯ বার
শীতের এই মৌসুম বেড়ানোর উপযুক্ত সময়। এই সময়ে কাছেপিঠে কিংবা দূরে একা কিংবা পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। বেড়াতে যাওয়ার আগে বা পরে কিছু বিষয় জেনে নিন। জানালেন ভ্রমণ ব্লগার হোমায়েদ ইসতিয়াক
কোথায় বেড়াবেন তার জন্য সঠিক সময় ও পরিকল্পনা দুটোই জরুরি। বেড়াতে যাওয়ার আগে লিস্ট তৈরি করে নিন। যেখানে বেড়াবেন সেখানকার নিয়মকানুন ও রীতিনীতি সম্পর্কে জেনে নিন। সময়, আবহাওয়া, পরিবেশ এবং আরামের বিষয়টি খেয়াল রেখে পোশাক নির্বাচন করুন। পরিবহন, হোটেল মোটেল এবং রিসোর্টে অনেক ধরনের ছাড় থাকে তা জেনে নিন। ব্যাংকের কার্ডেও অনেক ধরনের অফার ও ছাড় থাকে সেটা ও জানুন।
পাসপার্ট, টিকিট, ভোটার আইডি ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি করে রাখুন। লাগেজ গোছানোর সময় গুরুত্বপূর্ণ ও অতিদ্রুত প্রয়োজন হবে না এমন জিনিস ভেতরে বা নিচের দিকে রাখুন। ইলেকট্রনিক্স, ওষুধ, টুথব্রাশ, এবং অতিরিক্ত জুতা সঙ্গে নিন। যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার স্থানীয় পরিবহনে যাতায়াতের খরচ কেমন জানুন। টাকা সব ক্যাশ না রেখে সঙ্গে কার্ড বা বিকাশ বা রকেটে রাখতে পারেন।
বেড়ানোর সময় বই, ল্যাপটপ বা মোবাইলে সিনেমা ডাউনলোড করে নিতে পারেন। অনেক সময় বেড়াতে গিয়ে রাতে হোটেল রুমে ফিরে কিছু করার থাকে না। এ সময়টি বই বা সিনেমা দেখতে পারেন। বেড়ানোর সময ফ্লেক্সিবল রাখুন। বাজেটের বাহিরে আলাদা ব্যাকআপ বাজেট রাখুন। প্রয়োজনীয় ওষুধ বা ফাস্টএইড সঙ্গে রাখুন। অসুস্থ অবস্থায় বেড়ানো ঠিক না। বিশেষ করে শীতে অনেকের মাইগ্রেন,অ্যালার্জি ও অ্যাজমার সমস্যা দেখা দেয়। তাই এ সম্পর্কিত ওষুধ সঙ্গে রাখুন। যদি অসুস্থ বোধ করেন তবে বিশ্রাম নিন। তাড়াহুড়ো করে বেড়ানোর পরিকল্পনা না করে সময় নিয়ে পরিকল্পনা করুন। হঠাৎ করে বেড়ানোর পরিকল্পনা করলে দেখা যায় পছন্দমতো হোটেল, পরিবহনের সিট পাওয়া যায় না। তাই চেষ্টা করুন বছরের শুরুতে ক্যালেন্ডার দেখে পরিকল্পনা করে নিতে পারেন। কোনো সময় আপনার ছুটি, স্কুল কলেজের ছুটি কিংবা কোন জায়গা বেড়ানোর উপযুক্ত সময় কোনটি। বেড়ানোর সময় সঙ্গে কী কী নেবেন। আবহাওয়া অনুযায়ী শীতের পোশাক অথবা গ্রীষ্মের পোশাক কোনগুলো নেবেন ঠিক করে রাখুন।
এছাড়া অন্য আনুষঙ্গিক জিনিসগুলোর লিস্ট তৈরি করে ফেলতে পারেন। নম্বর অনুযায়ী প্রয়োজনীয় জিনিসগুলোর লিস্ট বানিয়ে ফেলুন। বেড়ানোর সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিতে আমরা ভুলে যাই। যদি সমুদ্রে বেড়াতে যান তবে পানিতে নামানোর পোশাক আলাদা করে নিতে পারেন। তেমনি সমুদ্রের বিচে হাঁটার জন্য হালকা ধরনের জুতা স্যান্ডেল সঙ্গে নিন। যাতে বালু বা কাদায় হাঁটতে সুবিধা হয়। একা বেড়াতে গেলে ভিন্ন কথা। তবে, কয়েকজন একসঙ্গে বেড়াতে গেলে আপনার ব্যক্তিগত ব্যবহারের জিনিস আলাদা করুন। বেড়ানোর সঙ্গীদের জানিয়ে রাখুন পছন্দ ও অপছন্দের বিষয়গুলো।