ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৯ বার
সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা। করোনা মহামারি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সেই সঙ্গে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান।
সম্প্রতি দেশটিতে ২৬ জন বাংলাদেশিকে সিআইপি পর্যাদা দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আগে যেখানে বাংলাদেশিদের শ্রমিক হিসেবে প্রাধান্য দেওয়া হতো। সেখানে এখন ধীরে ধীরে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে চলেছে। দেশটির বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এতে একদিকে যেমন বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে তেমনি এসব প্রতিষ্ঠানে সৃষ্টি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান। সেই সঙ্গে বাড়ছে রেমিট্যান্স।
এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে এখন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। এলাকাটি বাংলাদেশি-অধ্যুষিত একটি এলাকা। এখানে অনেক বাংলাদেশিদের পাশাপাশি ভারত এবং পাকিস্তানের লোকজন বাস করছেন। বর্তমানে নতুন করে দুবাইতে আবার ব্যবসায়ের ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। আমরা আরও বড় প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করে যাচ্ছি।
করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রবাসীরা। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে লাভের আশায় খুলছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ ধারা অব্যাহত থাকলে শিগগিই ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশ শীর্ষে উঠে আসবে বলে প্রত্যাশা তাদের।