নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২১ ২১:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৮ বার
।
হারুনুর রশিদ স্পেশাল প্রতিনিধি বাংলাদেশ
নির্বাচন কমিশন কর্তৃক পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংশোধনীয় তফসিল মোতাবেক ০৮/১২/২১ মনোনয়নপত্র জমা দিয়েছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আস্থাভাজন প্রার্থীদ্বয় আলাদা আলাদা ইউনিয়ন থেকে নিজ নিজ প্রার্থীীগনের পক্ষে প্রস্তাবক ও সমর্থক নিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বাগজানা ইউনিয়ন পরিষদ হইতে আগত মোঃ জামাত আলী, ধরন্জী ইউনিয়ন পরিষদ হইতে গোলাম মোস্তফা, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ হইতে মোঃ জাহিদুল ইসলাম বেনু, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ হইতে মোঃ রবিউল ইসলাম পিন্টু, আটাপুর ইউনিয়ন পরিষদ হইতে জাহিনুর রহমান।
পুনঃঘোষিত তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য ও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর (আগে ছিলে ৭ ডিসেম্বর), মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ডিসেম্বর (আগে ছিল ৯ ডিসেম্বর) এবং মনোনয়নপত্র প্রত্যাহাররের শেষ তারিখ ১৯ ডিসেম্বর (আগে ছিল ১৫ ডিসম্বর)। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।