নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২১ ১৮:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮১ বার
আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস/২১ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন শেষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আপনার অধিকার, আপনার কর্তব্য— দুর্নীতিকে না বলুন” এবারের এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ।
জাতীয় মহিলা সংস্থার আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ—সভাপতি তছলিম উদ্দীন মিঞা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির বাবু অজিত রায়, রঞ্জু রাণী মন্ডল, পপি রাণী, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, সাংবাদিক দিলিপ চৌহান, পরেশ টুডু, আল—আমিন রহমান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।