ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০৫ বার
বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের অনুসারী পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদা দাবি করছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
চাঁদা দিতে অস্বীকার করলে গুলি ছুড়ে দেখানো হয় ভয়। দেওয়া হয় পরিবারের সদস্যদের হত্যার হুমকিও।
চাঁদাবাজদের এমন দৌরাত্ম্যে আতঙ্কিত বাড্ডা, রামপুরা, ভাটারা আর খিলগাঁওয়ের ব্যবসায়ীরা।
পুলিশ বলছে, এই চাঁদাবাজদের মাথাচাড়া দেওয়ার পেছনে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাজধানীর বাড্ডায় এভাবেই দিন দুপুরে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানো হয় ব্যবসায়ীদের। মাস্ক পরা এসব সন্ত্রাসীদের চিনতে পারেন না কেউই।
এক ফোনালাপে শোনা যায়, অজ্ঞাত এক সন্ত্রাসী শহীদুল ইসলাম টুটুল নামে এক ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন টাকার জন্য।
ফোনে সেই সন্ত্রাসী বলেন, আমাদের টিম সব সময় আপনাকে ফলো করছে। আর না হলে আপনাকে যেটা করার বা বলার তা সামনে এসেই বলব। কাল সকালে টাকা রেডি রাখবেন। না হলে বাঁচতে পারবেন না।
রাজধানীর বাড্ডার জেনারেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম টুটুল। গত নভেম্বরে তার কাছে ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দুই দিন পর অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি ছুড়ে ভয় দেখায়। হুমকি দেয় স্ত্রী সন্তানকে মেরে ফেলারও।
শহীদুল ইসলাম টুটুল বলেন, তারা আমাকে জানিয়েছে টাকা দিতে হবে। অর্ডার হয়ে গেছে। টাকা না পেলে গুলি লাগবে। সেটা আপনি বা আপনার পরিবারের যার গায়েই লাগুক।
শুধু টুটুলই নয়, বাড্ডা, রামপুরা, ভাটরা আর খিলগাঁওয়ের অনেক ব্যবসায়ীর কাছেই এভাবেই চাঁদা দাবি করছে একটি চক্র। ফলে আতঙ্কিত এসব এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
তারা বলেন, মাঝে মাঝে গুলির শব্দ পাই। তখন গেট লাগিয়ে দেই। দিনে দুপুরে এসব হয়। সবারই এসব দেখে খারাপ লাগে। সবার ভেতরই ভয় ঢুকে গেছে।
পুলিশ বলছে, এসব চাঁদাবাজিতে আমেরিকা ও কানাডায় অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী মেহেদী, ডালিম ও রবিন এবং মালয়েশিয়ায় অবস্থানরত আশিকের পরোক্ষ যোগসাজশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান বলেন, মূল সন্ত্রাসীরা বিদেশে অবস্থান করছে। এরা দেশের দুষ্ট লোকদের ব্যবহার করে এসব করছে। এদের সঙ্গে কিছু রাজনীতি করা লোকও যুক্ত আছে। এরা যারাই হোক, তদন্তের মাধ্যমে এদের সবাইকে ধরা হবে।
এসব সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।
সূত্র : সময় সংবাদ