ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী কারাগারে 

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২১ ২০:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭৪ বার


পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী কারাগারে 

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইফতেখার আল আমিনের পুরুষাঙ্গ কর্তন ও তাকে হত্যাচেষ্টার অভিযোগে তার স্ত্রী রুপসী দেয়ানের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার বাবা বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

এই মামলায় গ্রেফতার দেখিয়ে রুপসী দেওয়ানকে গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গুরুতর আহত পুলিশ কর্মকর্তা ইফতেখার আল আমিনকে বৃহস্পতিবার রাতেই রাজধানী ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি ২০১০ সালে উপপরিদর্শক (এসআই) পদে চাকরিতে যোগ দেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আর তার স্ত্রীর বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তারা রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।  

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে বাসায় ঘুমিয়ে ছিলেন ইফতেখার আল আমিন। এসময় স্ত্রী রুপসী চাকু দিয়ে ইফতেখারের পুরুষাঙ্গ কেটে খাটের নিচে লুকিয়ে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ইফতেখারকে উদ্ধার করে রাজশাহী মেডিকক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার করা হয়। পরে রাত দুইটার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইফতেখার আল আমিনের স্ত্রী স্বামীর লিঙ্গ কর্তনের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। পুরুষাঙ্গের খণ্ড অংশও বের করে দিয়েছেন। একাধিক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। 

ঘটনার পরই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেয়া হয়। পরে এ ঘটনায় থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ আরো জানায়, ওই এসআইয়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারই জেরে এ ঘটনাটি ঘটিয়েছেন।


   আরও সংবাদ