নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২১ ১৮:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৫ বার
এম আই হোসেন নওগাঁ ভ্রাম্যমানপ্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫দিন ব্যাপী ৩৯৪ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়।
১৯ ডিসেম্বর ২০২১থেকে ২৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স চলে।
অদ্য বেলা ২:৩০ মিনিটে দীক্ষা প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপ্ত হয়।
বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউট নওগাঁ জেলার পোরশা উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় ও পোরশা উপজেলা স্কাউটস এর অর্থায়নে এ বেসিক কোর্স অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে পোরশা উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা ও কাদিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনসুর রহমান ও কাদিপুর ও নারায়ন পুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুর রশিদ সহ বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
জনাব আব্দুল বাসেত, জনাব হারুন অর রশিদ, জনাব দেওয়ান মোহাম্মদ গোলাম সাকলায়েন, জনাব মোঃ জিল্লুর রহমান, জনাব জান্নাতুল ফেরদাউস, জনাব মোঃ সেকেন্দার আলী খান, মোঃ নজরুল ইসলাম, জনাব মোঃ শাহিনুর রহমান, জনাব অখিল চন্দ্র মন্ডল ও জনাব মোঃ শাহ আলী,জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দশজন প্রশিক্ষক এ প্রশিক্ষণ প্রদান করেন।
সদাসর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকার শপথ গ্রহণ করেন সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণ।