ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এখন মানুষের ক্রয় সক্ষমতা আছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২১ ১৮:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬৮ বার


এখন মানুষের ক্রয় সক্ষমতা আছে: অর্থমন্ত্রী

সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নেয়ায় দেশের জনগণ করোনা মহামারির প্রভাব কাটিয়ে আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বুধবার ক্রয়সংক্রান্ত কমিটি (সিসিপিপি) এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির (সিসিইএ) বৈঠক শেষে অনলাইন ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

বিদ্যুতের শুল্ক আরও বাড়ানো হলে জনগণ কীভাবে তা পরিশোধ করবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার বিশ্বাস মানুষ এখন ভালো আর্থিক অবস্থার মধ্যে আছে এবং তাদের অর্থ খরচের সামর্থ্য রয়েছে।

তিনি বলেন, আমি এই ধারণার সঙ্গে একমত না যে জনগণের বিদ্যুতের জন্য বর্ধিত শুল্ক পরিশোধ করার সামর্থ্য নেই।

তিনি বলেন, তবে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই। এমন কোনো প্রস্তাব এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। প্রস্তাব এলে পরে এ ব্যাপারে জানাতে পারব। তখন এ বিষয়ে কথা বলব।

সূত্র : বাসস


   আরও সংবাদ