ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইআইডিএফসির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২২ ১৫:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৮ বার


আইআইডিএফসির পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব

 

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের (২০২২-২০২৩) জন্য আতাউর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সোনালী ব্যাংক লিমিটেডকে নতুন চেয়ারম্যান নির্বাচন করেছে। কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান,ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। একইসঙ্গে ইসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ হোসেন।

মো. আতাউর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনালী ব্যাংক লিমিটেড, আইআইডিএফসির একজন ডিরেক্টর। এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি, পদ্মা ব্যাংক লিমিটেড এবং সিডিবিএলের একজন বোর্ড সদস্য। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ভাইস চেয়ারম্যান।

সৈয়দ মাহবুবুর রহমান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি ঢাকা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। মাহবুবুর রহমান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) সাবেক চেয়ারম্যান।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন আইআইডিএফসির পরিচালক। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেলিম আর এফ হোসেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) বর্তমান চেয়ারম্যান।


   আরও সংবাদ