ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পঞ্চম ধাপের ইউপি ভোট চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫৮ বার


পঞ্চম ধাপের ইউপি ভোট চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা

ব্যাপক সহিংসতা-সংঘর্ষের মধ্য দিয়ে পঞ্চম ধাপের ৭০৭টি ইউপির ভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪০ ইউপিতে ইভিএমে ভোট হয়। সংবাদদাতাদের পাঠানো ফলাফলে বেশির ভাগ জায়গায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন জনপ্রতিনিধি।

এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ৩৩ জন এবং সাধারণ সদস্য ১১২ জন। ভোটের লড়াইয়ে ছিলেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। চেয়ারম্যান ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য ৭ হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন। পাঁচ ধাপের ইউপি ভোটে সহিংসতায় এ পর্যন্ত ৯৮ জনের মৃত্যু ঘটেছে। দ্বিতীয়বারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা)সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোটে না থাকালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।


শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার (মোটরসাইকেল), চরআত্রা ইউনিয়নে মুন্সী এনায়েত উল্যাহ (মোটরসাইকেল), নওয়াপাড়া ইউনিয়নে জাকির হোসেন মুন্সী (আনারস), রাজনগর ইউনিয়নে আবু আলেম (আনারস), মোক্তারের চর ইউনিয়নে আনোয়ার হোসেন বাদশা শেখ (মোটরসাইকেল), ফতেজঙ্গপুর ইউনিয়নে মো. জুয়েল ছিউলী (আনারস), ঘড়িসার ইউনিয়নে আব্দুর রব খান (আনারস), চামটা ইউনিয়নে নিজাম উদ্দিন রাঢ়ী (অটোরিকশা), ভূমখাড়া ইউনিয়নে আলমগীর দালাল (আনারস) ও জপসা ইউনিয়নে আনোয়ার মাদবর (আনারস) বেসরকারি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে কাজী আমিনুল ইসলাম মিন্টু (মোটরসাইকেল) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

নৌকার প্রার্থী পেলেন ২৮৯ ভোট: কিশোরগঞ্জ (নীলফামারি) সংবাদদাতা জানান, পঞ্চম ধাপের নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হাফিজার রহমান হাফি ঘোরা প্রতীক নিয়ে ৩ হাজার ৬৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন আলম সবুজ আওয়ামী লীগের বিদ্রোহী দুই পাতা প্রতীক নিয়ে ৩ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান দুলাল পেয়েছেন মাত্র ২৮৯ ভোট। 

শ্রীমঙ্গল সংবাদদাতা: ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে মিজলু আহমদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে মো. আব্দুর রশীদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে মো. দুদু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে এম এ মতলিব (নৌকা), ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর (নৌকা), ৭ নম্বর রাজপাট ইউনিয়নে বিজয় বুনার্জি (নৌকা), ৮ নম্বর কালীঘাট ইউনিয়নে প্রাণেশ গোয়ালা, ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাখুন (নৌকা) বিজয়ী হয়েছেন।

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা: পাবনার ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফরিদপুর ইউনিয়নে সরোয়ার হোসেন (নৌকা), বনওয়ারীনর ইউনিয়নে বিএনপি সমর্থিত জিয়াউর রহমান (ঘোড়া), হাদল ইউনিয়নে সেলিম রেজা (নৌকা), বৃলাহিড়িবাড়ী ইউনিয়নে জাহিদুল ইসলাম রিপন (নৌকা), ডেমড়া ইউনিয়নে বিএনপি-সমর্থিত জুয়েল রানা, পুঙ্গলী ইউনিয়নে সাজিদুল ইসলাম (নৌকা) জয়ী হন।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরের ছয় ইউপির দুটিতে নৌকা ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গুরুদাসপুরের ধারবারিষা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন ও খুবজীপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাজিরপুর ইউপিতে আইয়ুব আলী (মোটরসাইকেল), বিয়াঘাট ইউপিতে মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল), মশিন্দা ইউপিতে আব্দুল বারী (ঘোড়া) ও চাপিলা ইউপিতে মো. মাহাবুর রহমান (মোটারসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাংগা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাঈদ আলী গাজী এবং কেরালকাতা ইউপিতে নৌকার প্রার্থী সম মোরশেদ বিজয়ী হয়েছেন।


   আরও সংবাদ