ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি সাইক্লিস্টরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১৬ বার


গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি সাইক্লিস্টরা

বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৪৮ ঘণ্টা রিলে সাইক্লিং করে ১ হাজার ৬০০ কিলোমিটার অতিক্রম করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে একটি এমেচার সাইক্লিং টিম। টিমবিডিসি নামের বাংলাদেশের এমেচার সাইক্লিং টিম এ রেকর্ড অর্জন করে। গত ১০ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে এই বিশ্বরেকর্ড করার ইভেন্ট অনুষ্ঠিত হয়। 

টিমবিডিসি সাইক্লিং টিমের সদস্য দ্রাবিড়, তানভীর, রাকিবুল ও আলাউদ্দিন এই বিশ্বরেকর্ডে অংশ নেন। 

৪৮ ঘণ্টার ছয়টি ক্যামেরার ভিডিও ফুটেজ, ১৩ জনের সাক্ষীর দেওয়া প্রমাণপত্র, সার্ভেয়ারের দেওয়ার রিপোর্ট, অজস্র ছবি, জিপিএস-এ রাইডের ডাটা এবং আরও অনেক কিছুকে একসঙ্গে করে গিনেজ কর্তৃপক্ষ শুক্রবার তাদের সিদ্ধান্ত জানায়।

আর সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ ঘণ্টায় রিলে সাইক্লিং করে সবচাইতে বেশি দূরত্ব পার হওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি অর্জন করে বাংলাদেশ। ১৬৭০.৩ কিমি দূরত্ব, ৪৮ ঘণ্টায় ৩৪.৮কিমি/ঘণ্টা এভারেজ স্পিডে শেষ করার কারণে টিমবিডিসি এবং বাংলাদেশ এই রেকর্ডটি পেয়েছে।

রেকর্ডে অংশ নেওয়া দ্রাবিড় বলেন, ‘প্রায় দুই বছরের প্রস্তুতি শেষে আমরা রেকর্ডটা পেলাম। মনে হচ্ছে অনেকদিন পরে কাঁধ থেকে একটা ভার নেমে গেল। এখন সময় আরও বড় কিছু করার।’ 

রেকর্ডের আরেকজন অংশীদার রাকিবুল বলেন, ‘আমরা চারজন এখানে শুধু সাইকেল চালিয়েছি, রেকর্ডটা আসলে সফল করেছে আমাদের সঙ্গে যেই ১৫০জনের বেশি ভলান্টিয়ার হিসেবে সেখানে ছিলেন, তারা সবাই মিলে।’

এই রেকর্ডের পৃষ্ঠপোষক ছিল ডাবর হানি, ফুয়েল পার্টনার ছিল ডাবর গ্লুকোজ ডি, কমিউনিটি পার্টনার ছিল বিডিসাইক্লিস্ট এবং সহযোগিতায় ছিল প্রথম আলো ডট কম।


   আরও সংবাদ