আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৯২ বার
বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়ার ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে ভারত। ৫০ লাখেরও বেশি সফটওয়ার ডেভেলপার ভারতে কাজ করছেন। গত ৬ মাসে ১০ হাজারেরও বেশি স্টার্ট-আপ নিবন্ধন হয়েছে ভারতে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার এসব দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ইন্ডিয়া ডটকমের।
কুইন এলিজাবেথ প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং-এর একটি গ্লোবাল রিপোর্টের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময় জানায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ক্ষেত্রে আগ্রহের দিক দিয়ে ভারতীয়রাই তালিকার শীর্ষে। ১৬-১৭ বছর বয়সীদের মধ্যে ভারতের ৮০ শতাংশ শিক্ষার্থী ইঞ্জিনিয়ার হতে চান। অথচ ওই বয়সী মাত্র ২০ শতাংশ ব্রিটিশ এবং ৩০ শতাংশ মার্কিনির ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার।
এর আগে শনিবার দেশের কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রের ১৫০ স্টার্ট আপের সঙ্গে বৈঠকে মোদি বলেন, ২০১৩-১৪ সালের ৪ হাজার পেটেন্টের তুলনায় গত বছরই ২৮ হাজার পেটেন্টে অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে ২০১৩-১৪ সালে ৭০ হাজার ট্রেডমার্কের রেজিস্ট্রেশন হয়েছিল, ২০২০-২১ আর্থিক বছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে আড়াই লক্ষ।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভার্চুয়াল ভাষণে সোমবার মোদি বলেন, ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে ভারত। সেইসঙ্গে দেশে করোনাভাইরাস টিকার ১৫৬ কোটি ডোজ প্রদানের বিষয়টি উদযাপন করছে। সেই অবস্থায় বিশ্বকে আশার তোড়া উপহার দিয়েছে ভারত। এই তোড়ায় গণতন্ত্রের প্রতি ভারতীয়দের অটুট আস্থা আছে। একবিংশ শতাব্দীর পৃথিবীকে ক্ষমতায়নের জন্য প্রযুক্তি আছে আমাদের। সেইসঙ্গে আছে ভারতীয়দের মানসিকতা এবং প্রতিভা।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, কর্পোরেট করের হার কমিয়ে দিয়ে আমরা প্রতিযোগিতামূলক হয়ে উঠছি। এটাই ভারতে বিনিয়োগের সেরা সময়। আত্মনির্ভরতার পথে হাঁটার মধ্যেই ভারত শুধুমাত্র বিভিন্ন প্রক্রিয়া (সরকারে লাল ফিতের ফাঁস) সরল করার লক্ষ্য নিচ্ছে না, বরং বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রদান করছে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে গিয়ে আজ আমরা ১৪ টি ক্ষেত্রে ২৬ বিলিয়ন ডলার মূল্যের বিশেষ উৎসাহ বা ইনসেনটিভ প্রকল্প চালু করেছি।
সূত্র: ইন্ডিয়া ডটকম, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস