ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২২ ১৭:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৮ বার
২০ দলীয় জোটের শীর্ষ নেতা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ফ্যাসীবাদী সরকারের পতন ঘটাতে হবে। ফ্যাসীবাদী সরকারের পতন ঘটাতে রাজপথে গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই।
রবিবার (২৩ জানুয়ারি) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যুব জাগপা'র সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা স্থায়ী করার জন্য নির্বাচন কমিশন গঠনে আইন পাস করতে যাচ্ছে। অনির্বাচিত ও নিশিরাতের সরকার কোনো আইন পাশ করতে পারে না। দেশের মানুষ সেই আইন মেনে নেবে না। সরকারের অপকর্ম নিয়ে পত্রপত্রিকায় যখন খবর বের হয়েছে তখন তারা মিথ্যা বানোয়াট কতগুলো ডকুমেন্ট দিয়ে তাদের অপকর্মের জবাব দেওয়ার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গঠনে অনুমোদন দেওয়া খসড়া আইন হচ্ছে বাকশাল পাকাপোক্ত করা। নির্দলীয় সরকার না এলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু নির্বাচনে যাবে না সেটা নয়, আমরা নির্বাচন প্রতিহত করব।
যুব জাগপা সভাপতি মীর আমির হোসেন আমু'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব জাগপা সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল রাজা, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক মো. মাউনুল প্রমুখ।