ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৮ বার
মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, `আমাদের হাতে আগামীকাল থেকে ১৫ কার্যদিবস সময় আছে। তার আগেই ইনশাআল্লাহ এটা করে দেয়া হবে।'
নির্বাচন কমিশন (ইসি) গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম দিনের বৈঠক শেষে রোববার সন্ধ্যায় তিনি এ কথা জানিয়েছেন।
সচিব বলেন, `আমাদের হাতে আগামীকাল থেকে ১৫ কার্যদিবস সময় আছে। তার আগেই ইনশাআল্লাহ এটা করে দেয়া হবে।'
`যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাদের কাছ থেকে আমরা নাম চাইবো। তাদের কোনো চয়েজ আছে কিনা, প্রপোজাল আছে কিনা সেটা জানতে চাইবো। তারা ই-মেইল বা ওয়েবসাইটের মাধ্যমেও দিতে পারবে। ব্যক্তিগতভাবে কেউ দিতে চাইলেও দিতে পারবে। আগামী পরশু আবার আমরা বসবো।'
নির্বাচন কমিশন গঠনে সুপারিশ করতে ব্যক্তি নির্বাচন এবং কমিটির কার্যসূচি নির্ধারণে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে শনিবার নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
সংসদ প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনের বিধান অনুযায়ী এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।