ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩২ বার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এই দেশের সব অর্জন, সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে।’
আজ সোমবার সকালে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে ভাষা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালে যারা বাঙালি জাতিসত্তার টুঁটি চেপে ধরতে চেয়েছিল, যারা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, প্রতিরোধ হয়েছিল, ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।’
তিনি বলেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যারা দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
সরকার বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার ব্যাপারে কাজ করছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা ভাষাকে জাতিসঙ্ঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’
‘সরকার একুশের চেতনাকে ধ্বংস করেছে’ - বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ দেশের সব অর্জন, সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে রাজনীতি করা বিএনপি। বাঙালির চেতনাকে বিএনপি, খালেদা জিয়া ধারণ করে না। সুতরাং, মির্জা ফখরুলের এসব কথা তার বেলায় প্রযোজ্য যে, বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।’
এর আগে কালো ব্যাজ ধারণ করে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতারা।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।