ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ, ২০২২ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৮৮ বার
আমাদের দেশের ইসলামী ব্যাংকিংয়ে মেয়াদি আমানত ও বিভিন্ন প্রকার আমানত প্রকল্পের গ্রাহকদের বিশেষ প্রয়োজনে তাদের জমাকৃত আমানতের ৯০ শতাংশ পর্যন্ত Withdrawal Facility রয়েছে। একে বলা হয় কর্জ। এর মেয়াদ মোটামুটি ছয় মাস। এ সময়ে উত্তোলিত অর্থের ওপর গ্রাহককে মুনাফা প্রদান স্থগিত থাকে এবং ব্যাংকসমূহও উত্তোলিত অর্থের ওপর কোনো মুনাফা চার্জ করে না। তবে গ্রাহককে খরচ করতে হয় কমপক্ষে এক হাজার ৭৫০ টাকা। নিজের টাকা নিজে নিতে গিয়ে গ্রাহককে টাকা খরচ করতে হচ্ছে এবং যতবার গ্রাহক তার টাকা উত্তোলন করবেন ততবার তাকে এক হাজার ৭৫০ টাকা করে দিয়ে যেতে হবে।
এখানে দু’টি সমস্যা রয়েছে। একটি হলো- ভুল নামকরণ। গ্রাহক তার নিজের জমাকৃত অর্থ গ্রহণ করছেন। অতএব এর নাম কর্জ হতে পারে না।