ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৪৭ বার


১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার

রোজা ও ঈদকে সামনে রেখে গতি ফিরেছে রেমিট্যান্স প্রবাহে। চলতি মাসের (মার্চ) ১৬ দিনেই ১০৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি টাকায় যার আনুমানিক পরিমাণ প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।

এর আগে টানা পাঁচ মাস কমার পর ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাসী আয় সামান্য বাড়লেও ফেব্রুয়ারিতে ফের হোঁচট খায়। তবে মার্চ মাসে এই সূচকে ফের গতি ফিরেছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার পৌঁছাবে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি মাসের প্রথম ১৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২২ কোটি ৯৭ লাখ ডলার পাঠিয়েছেন।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৬৮ লাখ ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯২ লাখ ডলার। ইসলামী ব্যাংকসহ ৪২টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ১৮ লাখ ডলার। আর পাঁচটি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৪ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২০-২১ অর্থবছরে প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪০ কোটি ডলার।


   আরও সংবাদ