ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ২৩:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৩ বার
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি কোনো দলের বি-টিম নয়। কোনো দলের দালালী করে না। জাতীয় পার্টি কারো জোটে নেই। আগামী নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বেই জোট গঠন হবে।
সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে দলের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এ সব কথা বলেন।
কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
জি এম কাদের আরো বলেন, কেউ পার্টির ভেতরে থেকে অন্য দলের দালালী করতে চাইলে তার স্থান জাতীয় পার্টিতে হবে না। ১৯৯১ সালের আগে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য ছিল। এখন তা নেই।
তিনি বলেন, কালো টাকা আর পেশি শক্তির কারণে আদর্শবান মানুষ নির্বাচন করতে চাচ্ছে না। দেশে অসহিষ্ণু রাজনীতি শুরু করেছে বিএনপি। তারা এখন নেতৃত্ব শূণ্যতায় অধঃপতনের পথে। দেশের মানুষ বাঁচার জন্য বিকল্প শক্তি খুজছে। তারা জাতীয় পার্টির প্রতি আস্থা রাখতে চায়। তাই দলকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি। বিএনপি আবারো হাওয়া ভবন সৃষ্টির স্বপ্ন দেখছে।
সূত্র : বাসস