ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিক্ষার মানোন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ১৭:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৬ বার


শিক্ষার মানোন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না। মন্ত্রী আজ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ  সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে।  এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমূখ।
শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও  নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের  ছাত্রাবাসের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।  

সূত্র : বাসস


   আরও সংবাদ