ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৫৫ বার


বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার থেকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামী বইমেলা।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে মেলায়।

ইসলামী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।

সূত্র : ইউএনবি


   আরও সংবাদ