ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ এপ্রিল, ২০২২ ১৪:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০৩ বার
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অর্থবছর ২০২১-২২ এ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এডিবি এ তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের পাঁচ দশমিক ছয় শতাংশ থেকে ২০২২ অর্থবছরে-এ মূল্যস্ফীতি ছয় শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের আউটলুক (এডিও)অনুযায়ী আমদানি বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবৃদ্ধি হ্রাসের কারণে ২০২১ এর জিডিপি দশমিক ৯ শতাংশ থেকে ২০২২ এ দুই দশমিক সাত শতাংশে প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
তবে এই বৃদ্ধির প্রধান ঝুঁকি হতে পারে তেল ও আমদানির জন্য উচ্চ মূল্য এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রপ্তানি বাণিজ্যে ঘাটতি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ‘দেশীয় সম্পদ সংগ্রহ বৃদ্ধি, পণ্য ও সেবা তৈরিতে বেসরকারি খাতকে উৎসাহিত করা, আধুনিক সবুজ প্রযুক্তির প্রচার এবং জ্ঞান ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে চলমান আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধার ত্বরান্বিত করা দরকার।
প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ আরও শক্তিশালী হবে, যা বেসরকারি খাতের ঋণ এবং শিল্পের কাঁচামাল এবং মূলধনী পণ্য আমদানি তরান্বিত করবে।
এছাড়া বেসরকারি বিনিয়োগ ও ব্যক্তিগত খরচ বৃদ্ধি পাবে তবে রেমিটেন্স হ্রাস হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশগত টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি প্রণয়ন করা গুরুত্বপূর্ণ।