ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ মে, ২০২২ ১৭:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭৯ বার
টেস্টে পাঁচ হাজার রান ক্লাবের সদস্য তালিকায় নাম লেখানোর অপেক্ষায় বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে মুশফিক প্রয়োজন ৬৮ রান। আর তামিমের দরকার ১৫২ রান।
কাল থেকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টেই বাংলাদেশের পক্ষে ৫ হাজার রান করার সুযোগ থাকছে মুশফিক ও তামিমের।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিুকের। এখন পর্যন্ত ৮০ টেস্টের ১৪৮ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩২ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার। ব্যাটিং গড়- ৩৬ দশমিক ২৬। দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশিই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসে ১টি অর্ধশতকে ৫৯ রান করেছিলেন ৩৫ বছর বয়সী মুশফিক।
আর ৬৫ টেস্টের ১২৫ ইনিংসে ৩৯ দশমিক ৪১ ব্যাটিং গড়ে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৪৮ রান করেছেন তামিম। মুশফিকের পরই বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো এই বাঁ-হাতি ব্যাটারের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ১টি টেস্ট খেলেছেন তামিম। দুই ইনিংসে ৪৭ ও ১৩ রান করেন তিনি।
মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৫৯ টেস্টের ১০৯ ইনিংসে ৪০২৯ রান করেছেন সাকিব।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস ওান
মুশফিকুর রহিম ৮০ ১৪৮ ৪৯৩২
তামিম ইকবাল ৬৫ ১২৫ ৪৮৪৮
সাকিব আল হাসান ৫৯ ১০৯ ৪০২৯
মোমিনুল হক ৫১ ৯৫ ৩৫১৪
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬
সূত্র : বাসস