ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইসিসির পরবর্তী চেয়ারম্যান গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ মে, ২০২২ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭১ বার


আইসিসির পরবর্তী চেয়ারম্যান গাঙ্গুলি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির কার্যকাল শেষ হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর মাসে। বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পরে কি এবার তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির চেয়ারম্যান হবেন সৌরভ গাঙ্গুলি? এখনকার চেয়ারম্যান জানিয়ে দিলেন, সৌরভ যদি লড়াইয়ে থাকেন, তার সমর্থন পাবেন।
 
সৌরভ গাঙ্গুলি নিজে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। যদিও আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, সৌরভের নাম যদি আইসিসির চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করা হয়, তা হলে তিনি সমর্থন জানাবেন।

আইসিসির চেয়ারম্যান হিসেবে আর ছয় মাস কার্যকাল রয়েছে বার্কলের। তার পরে নতুন চেয়ারম্যান মনোনয়ন হবে। সেখানে সৌরভ গাঙ্গুলির নাম প্রস্তাব করা হলে তিনি কী করবেন সেই প্রশ্ন করা হয় বার্কলেকে। জবাবে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুব ভালো। যদি আইসিসি বোর্ড মনে করে চেয়ারম্যান হিসাবে সৌরভই উপযুক্ত, তা হলে আমি ওকে সমর্থন জানাব।’ সেইসাথে বার্কলে আরো বলেন, ‘সৌরভ অবশ্য আমাকে জানায়নি যে ও আইসিসি চেয়ারম্যানের দৌড়ে থাকতে চায় কি না।’


বার্কলে কি নিজে দ্বিতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে বসতে চান, এই প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো সমস্যা নেই। বার্কলে বলেন, ‘ নভেম্বর মাসে বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড যদি আমার ওপর ভরসা দেখায় তা হলে আমার কোনো সমস্যা নেই।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


   আরও সংবাদ