ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ মে, ২০২২ ১৮:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৭ বার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের ফাইনালের কারনে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ফাইনাল খেলবেন বোল্ট। ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুখোমুখি হবে রাজস্থান।
আগামী ২ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট। আইপিএলের ফাইনাল খেলার পর টেস্টের জন্য প্রস্তুতি কম পাবেন বোল্ট। তাই প্রথম টেস্টে বোল্টের খেলার সম্ভাবনা ক্ষীণ। নিউজিল্যান্ডের একটি গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রাজস্থানকে ফাইনালের মঞ্চে তোলার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন বোল্ট। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে মাত্র এক উইকেট নেন তিনি। পুরো আসর জুড়ে ১৫ ম্যাচে ১৫ উইকেট আছে তার।
বোল্টের সাথে নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে আছেন টিম সাউদি, কাইল জেমিসন, নিল ওয়াগনার, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার। বোল্ট না খেললে প্রথম টেস্টে সাউদি, জেমিসন, ওয়াগনার ও হেনরিকে নিয়ে পেস অ্যাটাক সাজাবে নিউজিল্যান্ড। একমাত্র স্পিনার থাকছেন আজাজ প্যাটেল।
নিউজিল্যান্ডের হয়ে ৭৫ টেস্টে ৩০১ উইকেট নিয়েছেন বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে ১১ ম্যাচে ৫৪ উইকেট আছে তার।
সূত্র : বাসস