ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রেকর্ড তাপমাত্রা : ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৪ জুন, ২০২২ ১৬:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭১ বার


রেকর্ড তাপমাত্রা : ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল

email sharing button

sharethis sharing button

 

রেকর্ড ছাড়িয়ে যাওয়া তাপমাত্রায় সপ্তাহান্তে লস এ্যাঞ্জেলস’র বাইরের জঙ্গলে সোমবার দাবানল নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে এবং পূর্বাভাষকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে আগুন ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন। 
শনিবার সন্ধ্যায় দাবানল ছড়িয়ে পরার পর প্রায় ১,০০০ একর (৪০০ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।
মাত্র ৫ শতাংশ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় রাইটউড সম্প্রদায়ের হাজার হাজার লোককে তাদের বাড়িঘর খালি করার জন্য সতর্ক করা হয়েছিল।
দমকলকর্মীরা বলেছেন, এটি একটি চমৎকার ঘন গাছপালা বেষ্ঠিত এলাকা ছিল। ক্যাল ফায়ার সান বার্নার্ডিনোর অ্যালিসন হেস্টারলি লস এ্যাঞ্জেলস টাইমসকে বলেন, ‘ভূমিটি খুব খাঁড়া এবং এটি একটি খারাপ এলাকা।’
দুই শতাধিক দমকল কর্মী আগুনের সঙ্গে লড়াই করছে, আকাশ থেকেও আগুন নেভানোর চেষ্টা চলছে। 
সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিশাল অগ্নিশিখা গাছগুলোকে আঁকড়ে ধরছে এবং প্রবল বাতাস আগুন ছড়িয়ে দিচ্ছে।  
ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমের কিছু অংশ প্রচন্ড গরমে পুড়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়, শনিবার পাম স্পিংসে তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট (৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস) ছিল। যা দিনের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা।  


   আরও সংবাদ