ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউক্রেনে শস্য সংরক্ষণাগার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুন, ২০২২ ১৪:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮০ বার


ইউক্রেনে শস্য সংরক্ষণাগার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের শস্য রপ্তানি সচল রাখতে দেশটির সীমান্তে শস্য সংরক্ষণাগার নির্মাণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে ইউক্রেন থেকে শস্য রপ্তানি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ফিলাডেলফিয়ার ট্রেড ইউনিয়ন কনভেনশনে মঙ্গলবারের ভাষণে বাইডেন বলেন, ‘ইউক্রেনের সীমানায় গ্রেইন সাইলো বা শস্য স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

বন্দরে আটকে থাকা শস্য রপ্তানি সহজতর করার জন্য এই পরিকল্পনা। বিশ্ব বাজারে ইউক্রেনের গম পেতে নতুন অবকাঠামোর পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়নে কিছুটা সময় লাগছে।

এজন্য ইউরোপীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।’ তিনি আরও বলেন, কৃষ্ণসাগর দিয়ে শস্য আমদানি সম্ভব নয়। সেগুলোকে সমুদ্রেই উড়িয়ে দেওয়া হবে। তাই যুক্তরাষ্ট্র ট্রেনের মাধ্যমে ইউক্রেনের শস্য বের করে আনার কথা ভাবছে।

কিন্তু ইউক্রেনের রেললাইনগুলো ইউরোপের থেকে আলাদা। তাই ইউক্রেনীয় ট্রেন থেকে শস্য ইউরোপীয় ট্রেনে তুলতে হবে। আর এ জন্য ইউক্রেনের সীমান্তে সাইলো স্থাপন করবে যুক্তরাষ্ট্র। গার্ডিয়ান।

রুশদের জন্য ভিসা বাধ্যতামূলক : রাশিয়ার নাগরিকরা এতদিন বিনা ভিসায় ইউক্রেনে প্রবেশ করতে পারলেও এবার ভিসা বাধ্যতামূলক হচ্ছে।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এখন থেকে আর বিনা ভিসায় রাশিয়ান কোনো নাগরিক ইউক্রেনে প্রবেশ করতে পারবে না। ১ জুলাই থেকে তাদের অবশ্যই ভিসা নিয়ে প্রবেশ করতে হবে। ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের চার মাসের মাথায় এ সিদ্ধান্ত নিলো দেশটি।

এ যাবৎকালে প্রায় এক লাখ ৭৫ হাজার রাশিয়ান নাগরিকত্ব দিয়েছে ইউক্রেন। জেলেনস্কির প্রধান কর্মকর্তা অ্যান্ড্রি ইয়েরমাক বলেন, যেহেতু রাশিয়া পুরো দমে যুদ্ধ করছে সুতরাং আমাদের ভূখণ্ডে রাশিয়ান নাগরিকদের প্রবেশের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। এখন নিরাপত্তাকেই আমরা অগ্রাধিকার হিসাবে দেখছি। এএফপি।

রাশিয়ার টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলা : ওডেসা অঞ্চলের দক্ষিণে রুশ অধিকৃত জেমিনি দ্বীপে সেনা, অস্ত্র ও গোলাবারুদ পরিবহণকারী রাশিয়ার একটি নৌ টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার আলজাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাকসিম মার্চেনকো জাহাজটিকে ‘ভ্যাসিলি বেখ’ হিসাবে চিহ্নিত করেছেন।


   আরও সংবাদ